আগামী ২৯ মে ৩য় ধাপে অনুষ্ঠিতব্য চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের সমর্থনে ভোট চেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রাকিবুল হাসান প্রচার-প্রচারণায় সারা কচুয়ায় মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে তিনি ভোটার ও সমর্থকদের নজর কেড়েছেন। আর মাত্র ৮দিন পর অনুষ্ঠিত হবে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে তিনি উপজেলার ২৪৩টি গ্রামে বিরামহীন প্রচারনার মাধ্যমে মাঠ সরগরম করে তুলেছেন। ইতিমধ্যে তিনি অন্যান্য প্রার্থীদের চেয়ে জনগণের আস্থার প্রতীক হিসেবে এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য যে, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন,ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জনসহ মোট ১৫জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
ছবিঃ কচুয়া ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রাকিবুল হাসানের প্রচার প্রচারণার একাংশ।