ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মানবিক কাজ করার মাধ্যমে প্রতিষ্ঠা পাওয়া ডাঃ শাহ আলম ফাউন্ডেশন ইতোমধ্যে এলাকায় বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
তারই ধারাবাহিকতায় এবার নবীনগর উপজেলার পশ্চিম এলাকা সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করেন।
১৮ই মে শনিবার দিনভর এই ফ্রি মেডিকেল ক্যাম্পে জেলার ২৩ জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ অংশগ্রহণ করে সহস্রাধিক অসহায় শ্রমজীবী মেহনতি মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন।
এই দিন ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে রোগীদের মাঝে দুই লাখ টাকার বিভিন্ন ওষুধ বিতরণ করেন।
এলাকায় অসংখ্য মানুষ এই চিকিৎসা সেবা ও ঔষধ পেতে আবেগ আপ্লুত কন্ঠে জানান,আমরা যেভাবে চিকিৎসা সেবা পেলাম তা কোন দিন ভুলব না,যত্ন সহকারে আন্তরিকতা ও মানবিক আচরণে হতবাক হওয়ার মতো একটা সেবা আমরা ডাঃ শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে পেয়েছি। মানবতার কল্যাণে তাদের এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন।
ডাঃ শাহ আলম ফাউন্ডেশনের কর্নদ্বার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক,ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ শাহ আলম বলেন,আমরা নবীনগর উপজেলার এই পশ্চিম এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবার মাধ্যমে চলছে উপজেলাব্যাপী সেবা কার্যক্রম। পর্যাক্রমে পুরো উপজেলার মানুষের জন্য আমরা এই ধরনের কাজে সম্পৃক্ত হবো।
ডাঃ শাহ আলম ফাউন্ডেশন সাধারণ মানুষের কল্যাণে প্রতিষ্ঠা করা হয়েছে।আমরা মানবিক কাজে অবিরত অবস্থান চালিয়ে যাবো। আজকে আমাদের যেসকল সহকর্মী,সহযোদ্ধা পুরো দিন ধরে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের নিকট দোয়া কামনা করছি।
উল্লেখ্য ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে ডাঃ মোঃ শাহ আলম ছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান,ডাঃ আসাদুজ্জামান ভূঁইয়া,ডাঃ মোঃ নিজাম উদ্দিন,ডাঃ আবু হাসেদ(বাবু),ডাঃ ইকরাম,ডাঃ আব্দুল্লাহ আল জিলানী,ডাঃ মোঃ তানভীর চৌধুরী,ডাঃ ফারহানা আক্তার নুর(স্বর্না),ডাঃ জান্নাতুল মাওয়া,ডাঃ জামাল চৌধুরী,ডাঃ সৌরভ সাহা,ডাঃ মেহেনুর সুলতানা,ডাঃ ইসমাইল ভূঁইয়া রাহাত,ডাঃ আল রাজি ওসমানী,ডাঃ মোঃ ইলিয়াস মাহমুদ,ডাঃ মোঃ গিয়াস উদ্দিন,ডাঃ তামিম রায়হান,ডাঃ রানা নুরুল সামস,ডাঃ ফয়েজুর রহমান ফয়েজ,ডাঃ খোকন চন্দ্র দেবনাথ,ডাঃ সুমন ভূঁইয়া ও ডাঃ আইয়ুব চৌধুরী।