ঢাকাশুক্রবার , ১৭ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আলোচনায় স্বাধীন বাবুর নতুন গান ‘পোড়া চোখ’

প্রতিবেদক
majedur
মে ১৭, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সময়ের সম্ভাবনাময় সংগীতশিল্পী স্বাধীন বাবু । তরুণ এ শিল্পীর সুর ও সংগীত আয়োজনে গানগুলো সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে বেশ। এবার সুর, সংগীত আয়োজনের পাশাপাশি নিজের কণ্ঠে নতুন গান প্রকাশ করেছেন। গানের শিরোনাম ‘পোড়া চোখ ‘। গানটি লিখেছেন গীতিকবি অ্যাডভোকেট জি এম মুছা। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে গায়ক নিজেই। মডেল হয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় মডেল অজান্তা ও আাশিক।

এ প্রসঙ্গে স্বাধীন বাবু বলেন, চেষ্টা করি সব সময় শ্রোতাদের নতুন গান দিয়ে আপডেট রাখতে। গানের সঙ্গেই যেহেতু বসবাস, তাই এ মাধ্যমে নিয়মিত থাকার চেষ্টা করি। বরাবরের মতো নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

গানটি নিয়ে গীতিকবি জি এম মুছা বলেন, স্বাধীন বাবু গুণী শিল্পী। তার রুচিশীলতায় আমি মুগ্ধ। আসলে কবিতা লিখতে লিখতে গান লেখার চর্চার শুরু করে দেই। এক পর্যায়ে শখের বসে অনেকগুলি গান লিখেছি, আসলে আমার ‘পোড়া চোখ’ গানটি যে এত সুন্দর ভাবে সুরকারের সুরও কন্ঠে প্রাণ ফিরে পাবে,আমি ভাবিনি। আমার বিশ্বাস আমাদের ভালোবাসার মানুষরা নিরাশ হবে না গানটি শোনে।

গানটি প্রযোজনা করেছে স্বাধীন বাবুর প্রোডাকশন ব্যানার চ্যানেল ডট। বৃহস্পতিবার (১৫ মে) বিকাল পাচঁটায় ‘পোড়া চোখ ‘ গানটি সংগীতার ইউটিউব চ্যানেল প্রকাশ পেয়েছে।

Don`t copy text!