ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
মে ১৩, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

সোনাগাজী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ উপজেলা ইউসিসি এ লিঃ (বিআরডিবি) কার্যালয় মতিগঞ্জে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও ইউসিসি এ লিঃ এর সভাপতি সৈয়দ দীন মোহাম্মদ এর সভাপতিত্বে উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার জহিরুল ইসলাম ভূঞার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফিরোজ আলম।

এতে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এড রফিকুল ইসলাম খোকন,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) কে এম খুরশিদ আলম।
উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ও দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় সমিতি (বিআরডিবি) প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল করতে হবে, সমবায়ীরা যেন এর সুফল লাভ করেন সেই লক্ষ্যে কাজ করতে হবে।

সাধারণ সভা শেষে অতিথি ও সমবায়ীদের উপহার সামগ্রী ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

Don`t copy text!