ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে গাঁজা সহ আটক ৩

প্রতিবেদক
majedur
মে ১৩, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা উদ্ধারসহ মাদক চক্র সেন্ডিকেটের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রবিবার (১২ মে) সন্ধ্যা ৬টার সময় উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের দক্ষিণ টেরিয়ালস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃত আসামীরা হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের পুত্র মোঃ নুর হামি (৩৫), বাড়বকুণ্ড ইউনিয়নের আব্দুল ওহাব এর পুত্র মোঃ বাবুল (২৮), সোনাইছড়ি ইউনিয়নের শাহ আলম এর পুত্র মোঃ বাবুল প্রকাশ বাপ্পি (২৩)। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তিন জন মাদক সেন্ডিকেট এর সদস্যকে এক কেজি গাঁজাসহ টেরিয়াল এলাকা থেকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Don`t copy text!