খুলনার দাকোপের ০৪ নং কৈলাশগজ্ঞ ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে উন্মুক্ত বাজেট অধিবেশন ১৩ মে সোমবার সকাল ১১টারদিকে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কৈলাশগজ্ঞ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির
কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুমতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন।কৈলাশগজ্ঞ ইউনিয়ন পরিষদ সচিব মোঃইমরান আলী চলতি ও আগামী অর্থ বছরের উন্নয়ন প্রকল্প বাজেট জনস্মুখে তুলে ধরেন।
অধিবেশনে স্বাস্হ্য ও কৃষিকে গুরুত্ব দিয়ে চেয়ারম্যন মিহির মন্ডল বলেন ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সম্পর্কে উপস্হিতিদের মাঝে তুলে ধরেন।বাজেটে সম্ভব্য আয় ধরা হয়েছে দুইকোটি পয়তাল্লিশ লক্ষ উনিশ হাজার ৮৮ টাকা ব্যয় ধরা হয়েছে দুইকোটি পয়তাল্লিশ লক্ষ উনিশ হাজার ৮৮ টাকা।উদ্বৃত্ত নেই। চেয়ারম্যান মিহির মন্ডল বলেন বাজেট হচ্ছে একটি ইউনিয়নের অর্থবছরের বিভিন্ন ধরনের উৎস্য হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনগনের মধ্যে ঋকিভাবে ব্যয় করা হয় তারই একটি পূর্ব পরিকল্পনা যা ইউনিয়ন বাসীর জানার অধিকার শুধু নয় সুচিন্তিত মতামত প্রনয়ণের মধ্যমে সকল উন্নয়ন মুলক কার্যক্রম সহোযোগিতা করা।
উক্ত বাজেট অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রাক্তন শিক্ষক যুগোলকৃষ্ণ রায়,প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার রায়,প্রবীর মন্ডল,শ্যামল রায়,প্রশান্ত মন্ডল,তপন কুমার সরকার,অশোক গাইন,রবীন্দ্রনাথ মন্ডল,অমিত মন্ডল,কল্পনা রায়,কনকলতা বিশ্বাস,মিনা মন্ডল,সহ সকল শিক্ষক সুশিল সমাজের নেতৃবৃন্দ।