মাগো তোমায় ভালোবাসি
মাথা রাখছি কোলে,
ছেড়ে কেনো যাব মা’গো
পড়ে নোংরা ঘোলে?
রূপে তোমার জুড়ি নাই মা
মুখে মধুর মায়া,
আগলে রেখো আঁচল তলে
দিও মাগো ছায়া!
বাংলা সবার মুখের ভাষা
বাংলাদেশ নামটি হয়,
শত্রু যারা ছিল দেশে
করেছি পরাজয়।
স্বাধীনতা এলো মাগো
ত্যাগের বিনিময়ে,
তবে কেন বিভেদ করে
আমরা যাবো ক্ষয়ে?
যখন দেশে যুদ্ধ হলো
ছিলনা জাতি ভেদ,
তবে কেন এখন মাগো
হয়ে যাবো বিভেদ?
সোনার দেশের সোনার মানুষ
আমরা সব বাঙ্গালী,
আমরা হলেম পদ্মা মেঘনা
আমরা বনমালী।
আমরা হলেম বীরের জাতি
সেরা আমাদের মন,
আমরা সবাই সবার কাছে
সবারি প্রিয়জন।
যুদ্ধ করে জাতির জন্ম
করবো কেন গো ভয়,
শত্রু যদি আসে কভু
করবো পরাজয়।
বাংলা মায়ের সন্তান আমরা
আকাশ নদী পাহাড়,
বজ্রের মত শক্তি মোদের
মনোবল হয় সবার।
চলবো পথে দিবা রাত্রি
স্বাধীনতা সবার,
সুখে দুঃখে থাকবো সবাই
এ সবার অধিকার।