ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে কৃষি উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
মে ১১, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র- কৃষি বিপনন অধিদপ্তর, নরসিংদী কতৃক আয়োজিত, কিশোরগঞ্জে কৃষিপণ্যের সংগ্রহত্তোর ক্ষতি হ্রাস ও ভ্যালু চেইন বিষয়ক ও “কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরন, মূল্য সংযোজন, বিপণন কৌশল” এর উপর দিনব্যপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী, কৃষি বিপনন অধিদপ্তর, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তার কার্যালয় কিশোরগঞ্জ এ “নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন” ও কিশোরগঞ্জ উদ্যোক্তা ক্লাব এর সদস্য ৬০ জন পশিক্ষণার্থীর অংশগ্রহনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

“নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন” এর ৮০% উদ্যোক্তাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষি পণ্য নির্ভরশীল। যারা সরাসরি অর্গানিক ফুড, মসলা, হোম মেইড খাবার, ন্যাচারাল ফাইবার নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই উপকারী একটা ট্রেনিং।

কৃষিপণ্যের সংগ্রহত্তোর ক্ষতি (পোস্ট হারভেস্ট লস) বিষয়ক প্রাথমিক ধারণা ও বর্তমান প্রেক্ষাপট এবং কৃষিপণ্যের সংগ্রহত্তোর ক্ষতির (পোস্ট হারভেস্ট লস) কারণ ও বাজারে এর প্রভাব বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, মো: মফিদুল ইসলাম, উপপরিচালক, কৃষি বিপনন অধিদপ্তর ঢাকা বিভাগ, ঢাকা।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সম্ভাব্য সুপারিশসমীহ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, জনাব কিশোর কুমার সাহা, সহকারী পরিচালক (প্রশিক্ষণ), আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি বিপণন অধিদপ্তর, নরসিংদী।

কৃষিপণ্যের ভ্যালু চেইন প্রসেস বিষয়ক প্রাথমিক ধারণা ও বাংলাদেশে এর বাস্তব চিত্র বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, জনাব আব্দুল মান্নান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি বিপনন অধিদপ্তর খামারবাড়ি ঢাকা।

কৃষিপণ্যের ভ্যালু চেইন প্রসেসের বিদ্যমান সমস্যা ও প্রতিকারসমূহ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, ড. রফিকুল ইসলাম, উপপরিচালক, কৃষি বিপনন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিখা বেগম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা ( দায়িত্বপ্রাপ্ত) সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, কিশোরগঞ্জ।
এসময় আরও উপস্থিত ছিলেন, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: জাহিদ হাসান, সিনিয়র জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন সহ উপজেলা প্রতিনিধি মো: তরিকুল ইসলাম, আলী সোহেল, মো: আজিজুল ইসলাম, সাইফ সুলতান, রুখিয়া জাহান প্রমূখ।

Don`t copy text!