ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এমপি কন্যার সংবাদ সম্মেলন

প্রতিবেদক
majedur
মে ৯, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) সংসদ সদস্য নূর মোহাম্মদ বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ , তিনি কারও পক্ষে নেই। কেউ যদি তার নাম ভাঙিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে তাহলে আপনারা (ভোটাররা) তার কথা মানবেন না।
বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১ টায় বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বাঁশকান্দা গ্রামে এমপির বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন নূর মোহাম্মদ এমপির জেষ্ঠ্য কন্যা নৌরিতা জাহান ।
এমপির পরিবারের পক্ষ থেকে তার জেষ্ঠ্য কন্যা নৌরিতা জাহান সংবাদ সম্মেলনে বলেন, গত পৌর নির্বাচনেও আমার বাবা নিরপেক্ষ ছিলেন। আগামি ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনেও সম্পূূর্ণ নিরপেক্ষ ভূমিকায় রয়েছেন।
তিনি বকশীগঞ্জ উপজেলার ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কারও কথায় বিভ্রান্ত হবেন না। আমার বাবা কোন প্রার্থীকে সমর্থন দেননি। তবে কোন প্রার্থী বা প্রার্থীর নেতা কর্মী যদি আমার বাবার নাম ভাঙানোর চেষ্টা করেন তাহলে আপনারা তাকে প্রত্যাখান করবেন।
সংবাদ সম্মেলনে এসময় এমপি নূর মোহাম্মদের জেষ্ঠ্য জামাতা ব্যারিস্টার নাজিরুল কবির উপস্থিত ছিলেন।

Don`t copy text!