আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছাড়লেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৩ নং লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ। মঙ্গলবার (৭ মে) দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর কাছে পদত্যাগ পত্র জমাদেন তিনি।এর আগে আলহাজ্ব শেখ যুবরাজ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ এর ঘোষণা দিয়েছিলেন।সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন । বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী জানান ৭মে মঙ্গলবার লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।এ ব্যাপারে বিধি মোতাবেগ ব্যবস্হা গ্রহণের জন্য জেলা প্রশাসক মহাদয়ের কাছে প্রেরণ করা হয়েছে।
কিছু দিন আগে স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছেন,পৌরসভা বা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারবেন। আবার কেউ কেউ বলছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্প্রতি আইন অনুযায়ী কেউ যদি কোন পৌরসভা,ইউনিয়ন পরিষদের কোন পদে নির্বাচিত সদস্য হয়ে থাকেন তা হলে তাকে ওই পদ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পদত্যাগ করতে হবে,আর পদত্যাগ না করলে সে কোন ভাবেই উপজেলা পরিষদের নির্বাচনে কোন পদে প্রার্থী হতে পারবেন না।