জামালপুরের বকশীগঞ্জে আগামী ২১ মে ২০২৪ ইং উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের মাঝে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। জেলা নির্বাচন অফিস কার্যালয়ে আয়োজিত রিটার্নিং কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার প্রার্থীদের মাঝে তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ প্রদান করেন। বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক প্রাপ্তরা হলেন আব্দুর রউফ তালুকদার- (মোটরসাইকেল), আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার- (ঘোড়া), আবুল কালাম আজাদ ফরিং- (কৈ মাছ) আলহাজ্ব শাহীনা বেগম- (আনারস),
ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তরা হলেন জাহিদুল ইসলাম তালুকদার জুমান– (চশমা), জহুরুল হক জয়নাল- (উড়োজাহাজ), মোঃ শাহজালাল- (টিউবওয়েল), ও মোঃ শাহীন মিয়া- (মাইক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তরা হচ্ছেন মাসুমা ইয়াসমিন স্মৃতি- (প্রজাপতি), মোঃ জহুরা বেগম- (হাঁস), তাহমিনা আক্তার পাখি- (কলস) ও মোছাঃ আমেনা শেখ- (ফুটবল)।
উল্লেখ, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের তফশিল অনুযায়ী বৃহস্পতিবার (২ মে) ছিল প্রতীক বরাদ্দ প্রদানের নির্ধারিত দিন। আগামী ২১ মে মোট ৫৩ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা-১ লক্ষ ৮৫ হাজার ৪৭৮ জন। পুরুষ ভোটার সংখ্যা-৯২ হাজার ৫৪৮ জন। নারী ভোটার সংখ্যা-৯২ হাজার ৯২৯ জন ও ১জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।