ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে স্বাধীনতা চিকিৎসকদের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
মে ১, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

 

ফরিদপুর স্বাধীনতা চিকিৎসাক পরিষদ ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর জেলা শাখার সম্মেলন- অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই সম্মানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ডাক্তার এম এ জলিলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‌ ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।বিশেষ অতিথি ছিলেন ‌ সংরক্ষিত মহিলা আসনের এমপি ‌ মিসেস ঝর্ণা হাসান,জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী, স্বাধীনতার চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব অধ্যাপক ডা: মোঃ কামরুল হাসান (মিলন),স্বাচিবের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ডা: পারিজাত পাল, সদস্য সচিব ডা: কমল কুমার দাস, স্বাচিবের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ডা: ওহাব হাওলাদার, সাধারণ সম্পাদক ডা: হারুন অর রশিদ, স্বাচিবের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব
ডা: গণপতি বিশ্বাস দত্ত সহ প্রমূখ।

এ সময় ফরিদপুর জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) এর সভাপতি অধ্যাপক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু ও সাধারণ সম্পাদক ডাক্তার গণপতি বিশ্বাস শুভ এবং শরীয়তপুর জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) এর সভাপতি ডাক্তার মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাক্তার শেখ মোস্তফা খোকন কে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, রাজবাড়ী জেলায় স্বাচিবের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক ব্যক্তির নাম আসায় আজকে তাদের নাম ঘোষণা করা হয়নি পরবর্তীতে ঘোষণা করা হবে।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-১আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন-ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে একটি বার্ন ইউনিট স্থাপন করার চেষ্টা করা হবে। এছাড়া ফরিদপুরে মুজিব বিশ্ববিদ্যালয় নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা আমার অব্যাহত রয়েছে।এছাড়া বক্তারা এই কমিটির মাধ্যমে ঢাকা (সাবেক পিজি) বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যায় ডাক্তারদের অবসরের সময় ৬৫ বছর করার দাবি জানিয়েছেন। স্বাধীনতা চিকিৎসা পরিষদ ফরিদপুর ও শরীয়তপুর জেলা শাখার সম্মেলন-২০২৪ এর অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত ২টি জেলার স্বাচিবের নতুন কমিটি ঘোষণা করা হয় ।

Don`t copy text!