ফরিদপুরের মুন্সিবাজার উচ্চ বিদ্যালয় দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯এপ্রিল) ২৪ইং তারিখ সোমবার সকাল বিরতিহীনভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এরা হলেন অশোক কুমার ঘোষ,শেখ আলম,শেখ খোকন মিয়া,মোঃ শেখ দুলাল, নাজমুল হাসান সুমন,নুরুল হক মুন্সি, বাবলু কুমার বিশ্বাস,মোঃ হান্নান খান ও সহিদ আহমেদ।
এদের মধ্যে শেখ খোকন মিয়া ৩২১ ভোট পেয়ে প্রথম, দ্বিতীয় অশোক কুমার ঘোষ ২১০ভোট ভোট, তৃতীয় সহিদ আহমেদ ১৯৩ ভোট এবং চতুর্থ বাবলু কুমার বিশ্বাস ১৭০ ভোট পেয়ে মোট ৪ প্রার্থী বিজয়ী হয়।
নির্বাচনে মোট ৫১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ। সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন মিজানুর রহমান।
এদিকে নির্বাচনে বিজয়ী প্রার্থারা বিদ্যালয়ের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে অভিমত ব্যক্ত করেন। বিজয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করেন স্থানীয় জনসাধারণ সহ তাদের শুভাকাঙ্ক্ষীরা।
উক্ত নির্বাচন পরিদর্শন করেন, ফরিদপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার ২৫ ২৬ ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর চামেলি আক্তার, ফরিদপুর জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইমান আলী মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অবাধ নিরপেক্ষ,সুষ্ঠু নির্বাচন উপহার দেয়
প্রিজাইডিং অফিসারকে ধন্যবাদ যাপন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচন চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তাছাড়া এখানে স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে।