তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁদপুরের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের একটু স্বস্তি দিতে ও ক্লান্তি নিবারনের জন্য বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে লেবুর শরবত বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে চিত্রলেখা মোরে বিনামূল্যে উদ্যোগ নেন তারা। এতে পথচারী, রিকশা চালক সহ শ্রমজীবী দুই সহস্রাধিক মানুষকে লেবুর শরবত খাওয়ান সমিতির নেতৃবৃন্দ।
এ সেবাকে সাধুবাদ জানিয়েছেন সরবত পাওয়া নিম্নবিত্ত মানুষেরা। তারা বলেন, ‘আমরা খুব খুশি। আল্লায় আপনেগো মঙ্গল করুক।’ সবার জন্য বিনামূল্যে শরবত বিতরণ করায় পথচারীরা ধন্যবাদ জানান। একইসঙ্গে ‘এ এক অভূতপূর্ব দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান তারা।’
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি এস এম মোর্শেদ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন খান, সহ-সভাপতি হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদ হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক শরিফ আহমেদ খান, সম্মানিত সদস্য আবু জাফর পাটোয়ারী।
ছবির ক্যাপশন: তৃষ্ণার্তদের মাঝে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শরবত বিতরণ করেন সভাপতি এস এম মোর্শেদ সেলিমসহ সংগঠনের নেতৃবৃন্দ।