ঢাকামঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগার সাপাহারে অবসর জনিত সহকারী শিক্ষক এর বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
এপ্রিল ৩০, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁর সাপাহারে দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে রায়হান এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯ ঘটিকার সময় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কক্ষে আয়োজিত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হারুনুর রশিদ এর সঞ্চালনায় প্রাক্তন শিক্ষার্থী বক্তব্য রাখেন পাতাড়ী ফাযিল মাদরাসার ইংরেজি বিষয়ের শিক্ষক নাসির হায়দার।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও বিদায়ী সহকারী শিক্ষক এ কে রায়হানের শিক্ষকতাকালীন জীবনের  সার্বিক বিষয় তুলে ধরে স্বাগতিক বক্তব্য রাখেন শিক্ষক গোলাম মোস্তফা এবং অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: সালাম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বিদায়ী সহকারি শিক্ষকের উদ্দেশ্যে বলেন দীর্ঘ  ৪০ বছর শিক্ষকতা করার পর বিধি মোতাবেক আপনি বিদ্যালয় থেকে অবসর নিলেও আমরা আপনাকে মন থেকে বিদায় দেয়নি।
আপনি আছেন সকল শিক্ষার্থী ও শিক্ষকের হৃদয়ে। অবসরকালীন জীবনে যখন সময় পাবেন বিদ্যালয়ে আসবেন, বিদ্যালয়ের খোজ খবর রাখবেন এবং লেখাপড়ার মান উন্নয়নে পরামর্শ দিবেন। পরবর্তীতে সবার দীর্ঘায়ু জীবন কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Don`t copy text!