ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইল ডায়াবেটিক সমিতির ৪র্থ বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন

প্রতিবেদক
majedur
এপ্রিল ২৭, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডায়াবেটিক সমিতি (নাডাস) এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন শনিবার (২৭ এপ্রিল) টিএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অত্র সমিতির সহ-সভাপতি সাবেক সিভিল সার্জন ডা: মো: তাজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল। অত্র সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান, সমাজ সেবা অফিসার মো. ইনসান আলী, বিএমএ এর নেতা ডা. মতিউর রহমান ভূঞা, উপাধ্যক্ষ মাসুদুল হক, ডায়াবেটিক সমিতির জমিদাতা মোছা. শাহনারা বেগম, নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রেসকাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ ও সাংবাদিক আলম ফরাজী বক্তব্য রাখেন। সভার শুরুতেই সাধারন সম্পাদক এডভোকেট হাবিুবর রহমান ফকির ও কোষাধ্যক্ষ স্বপন কুমার সাহা বার্ষিক অর্থনৈতিক রিপোর্ট পেশ করেন। সমিতির শুরু ৬ অক্টোবর ২০১৭ সন থেকে ৩১শে মার্চ ২০২৪ সন পর্যন্ত সমিতি ৮৪ লাখ ৪৪ হাজার ২৮৫ টাকা আয় করে এবং উল্লেখিত সময়ে বিভিন্ন খাতে ৭২ লাখ ২৪ হাজার ৩৯৭ টাকা ব্যয় করেছে। সভায় সর্বসম্মতিক্রমে আয়-ব্যয়ের রিপোর্ট অনুমোদন প্রদান করা হয়েছে। সর্বশেষ সমিতির নির্বাচন কমিশন কর্তৃক ডা. মো. মতিউর রহমান ভঞা সভাপতি, ডা. মো. তাজুল ইসলাম খান সহ-সভাপতি, এডভোকেট হাবিবুর রহমান ফকির সাধারণ সম্পাদক, হান্নান মাহমুদ যুগ্ম সম্পাদক, স্বপন কুমার সাহা কোষাধ্যক্ষ, মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, সারওয়ার জাহান, বিকাশ চন্দ্র রায়, লিটন সাহা, শরীফুল আলম ও মো. এমদাদুল হককে কার্য্যকরী কমিটির সদস্য সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও সমাজ সেবা অফিসার ইনসান আলী। উল্লেখিত কমিটি আগামী ৩ বছর নান্দাইল ডায়াবেটিক সমিতির যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।

Don`t copy text!