মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে বোতলজাত পানি (মিনালের ওয়াটার) ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। শনিবার (২৭এপ্রিল) দুপুর ১২টা মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভাস্থ পুলিশ বক্স এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চত্ত্বরে সাধারণ মানুষের হাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
জনজীবনে স্বস্তি ফেরাতে তৃষ্ণার্ত রিক্সা-ভ্যান, অটোরিক্সা ও সিএনজি চালক এবং পথচারীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে নিরাপদ ও সুপেয় পানি এবং খাওয়ার স্যালাইন পানি বিতরণ করা হয়। তীব্র তাপদাহে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান পথচারীরা।
এই সময় উপস্থিত ছিলেন মীরসরাই সার্কেল এর সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আর হারুন, জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার, সিনিয়র সাংবাদিক ও ব্লাক আই সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুম, সহ-সভাপতি রাজিব মজুমদার, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, যুগ্ন সম্পাদক, বাবলু দে ও ইমাম হোসেন, প্রচার ও প্রকাশনার সম্পাদক অজয় কুমার দাশ, নির্বাহী সদস্য জুয়েল নাগ, সদস্য কমল পাটোয়ারী ও রবি করিম প্রমুখ।
মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুম বলেন, তাপপ্রবাহের তীব্র গরমে খেটে খাওয়া শ্রমিক, সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। মীরসরাই উপজেলা প্রেস ক্লাব সব সময় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় তৃষ্ণার্ত মানুষদের তৃষ্ণা নিবারণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মীরসরাই সার্কেল এর সহকারী পুলিশ মনিরুল ইসলাম বলেন, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তীব্র তাপদাহের এই সময়ে মানুষের জন্য কিছু করতে পারাকে আমরা সাধুবাদ জানাই। আমরা মানবিক কাজে সবসময় পাশে আছি।