ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাজী নাসিমের নেতৃত্বে বৃক্ষরোপণ

প্রতিবেদক
majedur
এপ্রিল ২৭, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

তীব্র তাপপ্রবাহ থেকে দেশকে সুরক্ষিত রাখতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে ছাত্রলীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাসিমের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) চাঁদপুর জেলার ফরাক্কাবাদ কলেজের মাঠের পাশে গাছের চারা লাগানোর মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ফলজ ও বনজ গাছ লাগানো হয়।

এ সময় কর্মসূচিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাসিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী পায়েল, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হ্রদয় মজুমদারসহ আরো অনেকে নেতা কর্মী উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাসিম জানান, সাম্প্রতিক এই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন ও সফল করার লক্ষে আমরা চাঁদপুর জেলা ছাত্রলীগ এই কর্মসূচি পালন করছি।

তিনি আরো বলেন, তীব্র তাপদাহে অতিষ্ঠ আমাদের জনজীবন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে ও বেঁচে থাকার তাগিদে বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাইকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে ‘বৃক্ষরোপণ অভিযান’ কর্মসূচিটি অব্যাহত রাখার মাধ্যমে শ্যামল নির্মল ও নিরাপদ পৃথিবী গড়ে তুলি।

নাসিম বলেন, এছাড়া দেশের প্রতিটি সংকটকালীন মূহুর্তে ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

ছবির ক্যাপশন: তীব্র তাপপ্রবাহ থেকে দেশকে সুরক্ষিত রাখতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ছাত্রলীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাসিমের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়।

Don`t copy text!