চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০ বোতল বিদেশি মদসহ মো. নরের নবী (৩৭) নামের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।মাদক পাচারকারী নরের নবী উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মৃত সিরাজ মিয়া সন্তান। এসময় তার কাছ থেকে ৬ বোতল হুইস্কি, ২৪ বোতল ভদকা উদ্ধার করে পুলিশ।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদ নিয়ে মো. নরের নবীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকা। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।