ফেনীর ছাগলনাইয়া মহাময়া ইউনিয়ন মাটিয়াগোধা গ্রামের দলিলুর রহমান পাটোয়ারী বাড়ির তিন পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন রেনু মিয়ার ছেলে মোহাম্মদ উল্যাহ।
ভুক্তভোগী শাহ আলম, মহসিন ও মোমিন জানান দীর্ঘ তেত্রিশ বছর ধরে চলাচল করে আসতেছি এ রাস্তায়। কিন্তু ছয় মাস পূর্বে হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেন মোহাম্মদ উল্যাহ। রাস্তাটি বন্ধ করার ফলে আমাদের পরিবার গুলো মানবেতর গৃহবন্দী হিসেবে জীবন যাপন করতেছে।
প্রথমে সমাধানের জন্য সামাজিক ভাবে দফায় দফায় বসা হয় কিন্তু মোহাম্মদ উল্যাহ্ এ বিষয়ে কোন কর্ণপাত করেনি। এরপর স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান নিকট আমরা দ্বারস্থ হই তাতেও কোন কাজ হয় নাই। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এর নিকট শরানাপন্ন হলে তিনি ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনুকে টেলিফোনে সমাধান করতে বলেন।
শাহজাহান মিনু সাময়িক সমাধান করে দেওয়ার পর পুনরায় রাস্তাটি বন্ধ করে দেয়। ভুক্তভোগী পরিবার আকুতি করে বলেন, মাননীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যেন আমাদেরকে গৃহবন্দী থেকে মুক্ত করে স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ দেয়।
সাবেক ইউপি সদস্য জাফর আহমেদ জানান এ বিষয়টি সত্যি বেদনাদায়ক। তারা বায়নাপত্র করে ফেরত দিয়েছে। আমরা চাই সুন্দর একটা সমাধান হোক ও ভুক্তভোগীরা যেন গৃহবন্দী থেকে মুক্তি পাক।
বর্তমান ইউপি সদস্য জাহিদ ফয়জুল্ল্যাহ জানান, ভুক্তভোগী পরিবারকে গৃহবন্দী থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।