ঢাকারবিবার , ২১ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় এসে পৌঁছেছে পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ।.

প্রতিবেদক
admin
এপ্রিল ২১, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় এসে পৌঁছেছে সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ।

গত শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জাহাজটি আমিরাতের জলসীমায় প্রবেশ করে। দেশটির আবহাওয়া ও সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (২১ এপ্রিল) বিকেল পর্যন্ত জাহাজটি আমিরাতের উপকূলিয় ফুজাইরা হয়ে আল–হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা আছে বলে জানানো হয়েছে।

ইতোপূর্বে বাংলাদেশি কেএসআরএম গ্রুপের পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ গত ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্য রওয়ানা করে।

তবে পথিমধ্যে ভারতের ভূখণ্ড মহাসাগরে ২৩ জন নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে।

গত ১৩ এপ্রিল মুক্তিপণ দিয়ে ১ মাস ২ দিন পর জিম্মিদশা থেকে মুক্ত করে জাহাজটিকে। তবে কি পরিমাণ অর্থ মুক্তিপন দেওয়া হয়েছে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেননি জাহাজ মালিক কর্তৃপক্ষ।

বিষয়টি কেএসআরএম কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল সোমবার জাহাজটিতে থাকা কয়লা খালাসের পরে এমভি আবদুল্লাহ’র ২১ জন নাবিকসহ পুনরায় দেশে ফিরে যাবে। এবং দু’জন নাবিক বিমানে দেশে ফেরার কথা রয়েছে।

Don`t copy text!