ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে লোকালয় থেকে মায়া হরিণ উদ্ধার,গহীন বনে অবমুক্ত

প্রতিবেদক
majedur
এপ্রিল ২০, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে লোকালয় হতে একটি মায়া হরিণ উদ্ধার করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায়ধীন কুমিরা রেঞ্জ। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সহযোগীতায় উপজেলার কুমিরা সদর বন বিটের রহমতপুর এলাকা সংলগ্ন লোকালয় হতে মায়া হরিণটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী হরিণটিকে একই দিনেই মহামায়া ইকোপার্কের গহীন বনে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিকবৃন্দ, স্থানীয় প্রশাসন, গন্যমান্য ব্যক্তিবর্গ, বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বনকর্মী এবং মিরশ্বরাই রেঞ্জ কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করে কুমিরা রেঞ্জ কর্মকর্তা ছাদেকুর রহমান বলেন, কুমিরা ইউনিয়নের রহমতপুর এলাকায় লোকালয় হতে একটি হরিণ ধরা পড়েছে এমন খবর পেয়ে আমরা পুলিশের সহযোগীতায় হরিণটি উদ্ধার করি। পরবর্তী ঊধ্বর্তন কর্মকর্তার নির্দেশে হরিণটি মহামায়া ইকোপার্কের গহীন বনে অবমুক্ত করি। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে হরিণটি খাবারের সন্ধানে বা মানুষের তাড়া খেয়ে লোকালয়ে চলে আসে। এধরনের হরিণ ভয় পেলে বা কোন শিকারী প্রাণী দেখতে পেলে কুকুরের মত ডাকতে থাকে।

Don`t copy text!