ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিহত দুই

প্রতিবেদক
majedur
এপ্রিল ২০, ২০২৪ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার ভাটিয়ারী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চট্টগ্রামমুখী তুর্ণা নিশিতা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে নিহত হয় ৯নং ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের কানু দাসের পুত্র বিপ্লব দাস (২৩)। এ ঘটনার সংবাদ পেয়ে ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। অন্যদিকে, একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের নিচে কাটা পড়ে নিহত হয় স্থানীয় ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারী একাডেমির সিভিল স্টাফ মোঃ আসিফ উদ্দিন (২৪)। তিনি যশোরের জনৈক রবিউল হোসেনের পুত্র। ঘটনার পর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে রেলওয়ে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফারুক হোসেন জানান, শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়া বিপ্লব মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তাছাড়া বিকালে সেনাবাহিনীর সিভিল স্টাফ আসিফ মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। আমরা লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছি। আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Don`t copy text!