চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় এই প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবারের প্রদর্শনীতে ৩৬টি স্টল স্থান পায়। প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের বাবলু’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূরউদ্দিন রাশেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বাবুল দাশ, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগম, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহআলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুচ্ছফা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রাশেদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিশেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।