পূর্ব শত্রুতার জের ধরে লক্ষ্মীপুরে মধ্য রাতে ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জোৎসনা আক্তার নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় কুপিয়ে আহত করা হয় স্বামী আলা উদ্দিনকে। খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসী ও স্বজন মানববন্ধন কর্মসূচি পালন। (১৭ এপ্রিল ) বুধবার সকাল ১১ টায় ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন
নিহত জোসনার সন্তানেরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, খুনি সিরাজ, মাহফুজ, মিজান, রাশেদা বেগম, এরশাদ,রিপন, জাকির,রিমন, রাকিব, ইব্রাহিম সহ ৭ জন্য ফাঁসি চাই প্রশাসনের কাছে
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত জোসনার দুই ছেলে ও এক মেয়ে, ইসমাইল, ফেন্সি, রোজী, জোসনার, আসুরা, আবুল বাশার, ইউপি সদস্য সাখাওয়াত এলাকায় গণ্যমান্য ব্যক্তি সহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ইউপি সদস্য আহসান উল্লাহ মানববন্ধনে উপস্থিত হয়ে অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ বলেন,
বসত বাড়ির পুকুর থেকে ড্রেজারে বালু উত্তোলন ও পানি সেচ দেয়াকে কেন্দ্র করে জোসনা ও তার স্বামী আলা উদ্দিনকে কুপিয়ে আহত করে ঘটনাস্থলে জোসনা মৃত্যু হয়
মামলার পর থেকে র্যাব তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারিতে অবশেষে মামলার ৬ জন এজাহারনামীয় ও ১ জন অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদেরকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়