ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
এপ্রিল ১৮, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

জামালপুরের বকশীগঞ্জে “প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণি সম্পদ প্রদর্শনী বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি টেক্সটাইল ভোকেশনাল মাঠে দিনব্যাপি ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীটির ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর ফিতা কেটে প্রদর্শনীর শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ডা. আবদুস সোবহান ফাহাদ, সম্প্রসারণ কর্মকর্তা নাজমুন নাহার, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা ডেইরী ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মোকারেস খোকন, সফল খামারী মো. উরিদ উদ্দিন আক্তার, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত সহ উপস্থিত অতিথিরা প্রদর্শনীর ৪০ টি প্রাণি সম্পদ স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বিকালে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Don`t copy text!