ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

প্রতিবেদক
majedur
এপ্রিল ১৮, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

“প্রাণী সম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দাকোপে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতাল দাকোপের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রাণী সম্পদ অফিস চত্বরে সেবা সপ্তাহের আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। এ সময় তিনি বলেন, দেশকে স্বনির্ভর করতে হলে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সুস্থ সবল জাতি গঠনে আমিষ এবং পুষ্টি চাহিদা পুরণে এর বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে প্রাণীসম্পদের উৎপাদন বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করার কাজে মনোনিবেশ করেছেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান, । অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, আইসিটি কর্মকর্তা সমীরন বিশ্বাস এবং পরিসংখ্যান কর্মকর্তা শম্পা বিশ্বাস সহ সাংবাদিক বৃন্দd উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে ৩৫টি ষ্টল প্রদর্শন করা হয়। এবারের প্রদর্শনীতে দুগ্ধজাত গাভী পালনে ১ম হয়েছে জি এম রেজার আলিফ ডেয়ারী ফার্ম, গাভী মোটাতাজা করনে রাশেদ কামাল এবং বাছুর ক্যাটাগেরিতে ১ম স্থান অর্জন করেছেন নিরঞ্জন ঢালী। সব শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরুস্কারের অর্থ এবং স্বীকৃতি সনদ তুলে দেন।

Don`t copy text!