ফরিদপুর জেলা কানাইপুরে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন কে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর দিক নগর অ্যাবলুম রেস্টুডেন্ট সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ও হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।ঘটনাস্থল পরিদর্শন করছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পুলিশ সুপার মোর্শেদ আলম সহ প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ/
এ ব্যাপারে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী দৈনিক বাংলার অধিকারকে বলেন, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।