ফেনীর ছাগলনাইয়া উত্তর কুহুমা গ্রামে বঙ্গ কাজী বাড়িতে জমি বিরোধকে কেন্দ্র করে সুলতানা রাজিয়া নামে এক গৃহবধূকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই বাড়ির মোঃ ইব্রাহিম (৩৫), মোঃ ইউসুফ (৩০), মোঃ ইলিয়াছ রিপন (৪৫), মোঃ মুছা মিয়া (৬০), বিবি কুলছুমা (২৫), ইসরাত জাহান নিশা (৩৫), খোদেজা বেগম (৬৫), মনোয়ারা বেগম (৩৮), মেহেদী হাসান (২২), নিজাম উদ্দিন (৫৫)।
এনিয়ে ভুক্তভোগী রাজিয়া সুলতানা ছাগলনাইয়া থানা বাদী হয়ে উপরোক্ত বিবাদীগনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বাদী জানান জমি বিরোধকে কেন্দ্র করে গত সোমবার বিকেলে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, লোহার রড, দা, ছুরি, ছেনি ইত্যাদি নিয়া ঘটনাস্থলে এসেই অতর্কিত আক্রমণ চালায়।
তাদের হামলায় বাদীর হাতে, পায়ে, বুকে, পিঠেসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ী ভাবে পিটাইয়া ফুলা জখম করে।
এসময় বিবাদীগন গলায় পা চিবিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে জানান বাদী সুলতানা রাজিয়া।
বাদী আরো জানান তাঁর শোর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। যাহার চিকিৎসা রেজিঃ নং- ১১৯১/১৩, তারিখ- ১৫/০৪/২০২৪ ইং।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিম উদ্দিন জানান, বাদী সুলতানার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বিবাদী ইব্রাহীম ও ইলিয়াস রিপন নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।