পাঁচ সন্তান নিয়ে পড়ে থাকা অসহায় শাহিনুর বেগমের পাশে দাঁড়িয়ে আবারো মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
ঈদের সময় চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনে পাঁচ সন্তান নিয়ে পড়ে ছিলেন শাহিনুর বেগম। সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে, তার চোখে পড়ে সবাই যখন ঈদ আনন্দে ব্যস্ত পাঁচ সন্তান নিয়ে শাহিনুর নামের এক অসহায় নারী রেল স্টেশনে মানবতের জীবন যাপন করছেন। তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে অবগত করেন।
বাদল গাজী সোমবার সেই অসহায় নারী ও তাহার সন্তানদের জন্য নতুন জামাকাপড় ও রান্না করা খাবার সহ চাল ডাল খাদ্য সামগ্রী তার কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
বাদল গাজী ঈদের নতুন জামাকাপড় ও খাদ্য সামগ্রী সেখানে পৌঁছে দেন। এগুলো পেয়ে অসহায় শাহিনুর ও তার সন্তানরা অনেক খুশি এবং আনন্দে আত্মহারা।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, অসহায়
নির্যাতিত নিপীড়িত মানুষের প্রাণ প্রিয় নেতা, আবু নঈম পাটোয়ারী দুলালের মানবিক এ কাজগুলো চাঁদপুরে সকল মহলে বেশ প্রশংসিত হচ্ছে।