ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

অটোরিক্সা চাকল মাসুদ রানা (৩৫) হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও মূল আসামী সনাক্তপূর্বক গ্রেফতার

প্রতিবেদক
majedur
এপ্রিল ১৫, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

গত ১৩/০৪/২০২৪ ইং তারিখ অনুমান ১৭,০০ ঘটিকার সময় আমবাগ সাকিনস্থ খোলাপাড়া নছের মার্কেট সংলগ্ন মেসার্স আনিসা ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর বিকাল অটোরিক্সা চালক মাসুদ রানা (৩৫) এর অটোরিক্সার সাথে আশিক বাবু (২৩) এর মোটরসাইকেলের ধাক্কা লাগে। থাকা লাগার পরবর্তীতে অটোরিক্সা চালক মাসুদ রানা ও মোটর সাইকেল চালক আশিক বাবু বাকবিতন্ডায় জড়িয়ে পরে ও একপর্যায়ে তারা হাতাহাতি করে। মোটরসাইকেল চালক আশিক বাবুর সাথে আরও অজ্ঞাতনামা ৬/৭ জন পরস্পরের যোগসাজসে মাসুদ রানা (৩৫) কে এলোপাথারী মারপিট করিয়া রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তাহাকে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরন করে। মৃত মাসুদ রানা (৩৫) এর স্ত্রী জনৈকা মোছাঃ সেলিনা বেগম উক্ত ঘটনাকে কেন্দ্র করে কোনাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করিলে উক্ত অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ী থানার মামলা নং-১০, তারিখ-১৪/০৪/২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড কছু করা হয়।

মামলা রুজু হওয়ার পর জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ মহোদয়ের তত্ত্বাবধানে জনাব মোঃ আসাদুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন), (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর এবং কে এম আশরাফ উদ্দিন, অফিসার ইনচার্জ, কোনাবাড়ী থানা, জিএমপি গাজীপুর এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদ এর সহায়তায় ইং ১৪/০৪/২০২৪ তারিখ বিকাল ১৭.৩৫ ঘটিকার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া লালঘাট ব্রীজের পাশ হতে উক্ত ঘটনার সহিত জড়িত এজাহার নামীয় আসামী ১। মোঃ আশিক বাবু (২৩), পিতা-মোঃ আজাহার আলী, মাতা-জোৎসনা বেগম, সাং-আমবাগ (ঢালাই ফ্যাক্টরী), থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুরকে গ্রেফতার করিয়া তাহার দেখানো মতে বাসা হইতে আসামীর ব্যবহৃত ০১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

উক্ত ধৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ১৪/০৪/২০২৪ তারিখ বিকাল ১৮.১৫ ঘটিকার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্বপাড়া সামচু মেম্বারের মোড় হইতে ঘটনার আইনের সহিত সংঘাতে জড়িত ২। মোঃ আরাফাত হোসেন রাহাত (১৬), পিতা-মোঃ মাসুদ রানা, মাতা-মোহাঃ মাহমুদা খানম, সাং-আমবাগ (পূর্বপাড়া সামচু মেম্বরের মোড়), থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুরকে আটক করা হয় এবং তার সহিত অজ্ঞাতনামা আরো ৬/৭ জন বন্ধু ছিলো বলে জানায়।

ধৃত এজাহারনামীয় ১নং আসামী মোঃ আশিক বাবু (২৩) এবং আইনের সহিত সংঘাতে জড়িত ২। মোঃ আরাফাত হোসেন রাহাত (১৬) ন্বয় সহ অজ্ঞাতনামা আসামীরা বাদীনির স্বামী মৃত মাসুদ রানা (৩৫) কে এলোপাথারী মারপিট করিয়া মৃত্যু ঘটাইয়া ঘটনাস্থল থেকে পালাইয়া যায়। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ

১। মোঃ আশিক বাবু (২৩), পিতা-মোঃ আজাহার আলী, মাতা-জোৎসনা বেগম, সাং-আমবাগ (ঢালাই ফ্যাক্টরী), থানা- কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুর।

২। আইনের সহিত সংঘাতে জড়িত মোঃ আরাফাত হোসেন রাহাত (১৬), পিতা-মোঃ মাসুদ রানা, মাতা-মোছাঃ মাহমুদা খানম, সাং-আমবাগ (পূর্বপাড়া সামচু মেম্বরের মোড়), থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুর।

মামলাটি বর্তমানে তদন্তাধীন।

Don`t copy text!