চাঁদপুরের শাহরাস্তিতে এক যুবকের (৪৫) পায়ুপথ থেকে ৬ ইঞ্চি লম্বা ডাব বের করেছেন চিকিৎসকরা। শনিবার (১৩ এপ্রিল) উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে ওই ডাবটি বের করা হয়।
হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামের এক যুবকের পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব ঢুকে যায়। পরে মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এক্সরে করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় ডাবটি বের করতে সক্ষম হন।
এ ঘটনায় রোগী বা তার সঙ্গে আগত স্বজনেরা গণমাধ্যমের সামনে কোন মন্তব্য করতে রাজি হননি।
মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টার হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফ উল হাসান বলেন, ‘ঢিলা কুলুপ করতে গিয়ে দুর্ঘটনাবশত রোগীর পায়ুপথ দিয়ে ডাবটি ঢুকে যায়। যার দৈর্ঘ্য ৬ ইঞ্চি। আমরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে ডাবটি বের করতে সক্ষম হই। রোগী এখন বিপদমুক্ত।’