ঢাকাশুক্রবার , ১২ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাভারে নেশাগ্রস্ত অবস্থায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব, পুলিশ সদস্যসহ আহত ৩

প্রতিবেদক
majedur
এপ্রিল ১২, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকার সাভারে নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালাতে নিষেধ করায় গেদু বাহিনীর অনুসারী কিশোর গ্যাংয়ের হামলায় সাদা পোশাকধারী পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ১০ টার দিকে সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার বাসিন্দা ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য তাজউদ্দিন, পল্লী চিকিৎসক আরিফ ও তার ভাই আসাদ মিয়া। হামলার শিকার ঢাকায় কর্মরত ওই পুলিশ সদস্যসহ সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব সিকদার।

পুলিশ জানায়, পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার বাসিন্দা তাজউদ্দিন নামে এক পুলিশ সদস্য ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন। ঈদের দিন বৃহস্পতিবার রাতে তার বাসার সামনে একটি ফার্মেসি থেকে তিনি ওষুধ কিনতে বের হন। স্থানীয় পল্লী চিকিৎসক আরিফ হোসেনের ফার্মেসীর সামনের রাস্তায় বিকট শব্দের হুইসেল বাজিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন কয়েকজন যুবক। তাদের নিষেধ করায়
তানজিল নিরব নামে এক তরুণের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানজিল নিরবের নেতৃত্বে সাকিবুল হাসান অন্তিম ও দেব রাজ সরকার সহ ১০/১২ জনের কিশোর গ্যাং দলের সদস্যরা ওই পুলিশ সদস্যের উপর চড়াও হয় এবং কিল ঘুষি মেরে আহত করে। এর প্রতিবাদ করলে পল্লী চিকিৎসক আরিফ হোসেন ও তার ভাই আসাদ মিয়াকে মারধর করে দোকানে হামলা চালায় গ্যাংয়ের সদস্যরা।

সূত্রে জানা গেছে, খবর পেয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে আহতরা অভিযোগ দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এলাকাবাসী জানান, সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর আয়নাল হক গেদু ওরফে গেদু কবিরাজ বাহিনীর অনুসারী ও আনন্দপুর এলাকার মৃত সোলায়মানের ছেলে কিশোর গ্যাং লিডার তানজিল নিরবের নেতৃত্বে এই হামলা হয়েছে। আহতদের সংখ্যা আরো বেশি বলেও জানিয়েছেন স্থানীয়রা। তাদের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও কেউ কেউ আবার তানজিল গ্যাংয়ের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। প্রতিবেদক এমন আরো দুইজনের সন্ধান পেয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সিকদার জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Don`t copy text!