ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
majedur
এপ্রিল ১০, ২০২৪ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাসের দুই যাত্রী নিহত হয়েছে। এঘটনায় বাসের আরও ১২ যাত্রী আহত হয়। মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার চৌধুরীঘাটা আবুল খায়ের গেইট এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৪:৩৫ মিনিটের সময় কুমিল্লা বিশ্বরোড থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী গ্রামবাংলা পরিবহনের একটি বাস যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ব-১৫-৪১৩৯ গাড়ীটি দ্রুত গতিতে এসে দাঁড়ানো একটি ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-০৫৩৭ এর পিছনে ধাক্কা দিলে বাসের দুই জন যাত্রী নিহত সহ ১২ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন, ফেনী জেলার সোনাগাজী থানার ছড়াইতকান্দি গ্রামের নুরুল হকের পুত্র বাসের চালক মোঃ নুরের নবী শিমুল (২৫) এবং অপর জন বাসের যাত্রী গৌতম ভৌমিক (৪০)। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, কুমিল্লা বিশ্বরোড থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি গ্রামবাংলা বাস বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌধুরীঘাটা আবুল খায়ের গেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা চট্টগ্রামমুখী একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমডে-মুচডে গিয়ে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত সহ ১২ জন আহত হন। আহতদের কে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে।

Don`t copy text!