পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার শব্দচাষী পত্রিকার কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি প্রধান উপদেষ্টা কবি লেখক শিক্ষক আজহারুল আল আজাদ।
তিনি বলেছেন- ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি খুশি এই আনন্দঘন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে যেন আনন্দে ভরে উঠে সকল মুসলমানদের হৃদয়।দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।ইসলামের শ্বাশত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করি।
ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখুক সকলেই এই প্রত্যাশা।তিনি আরো বলেন এই দেশের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও অহমিকা, হিংসা, বিদ্বেষ ভুলে আন্তরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকি সবাই এই কামনা করে সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক!