ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপের লাউডোব খুটাখালী সুইচ গেট সংলগ্নে ২২তমশ্মশানকালি পুজা

প্রতিবেদক
admin
এপ্রিল ১০, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে লাউডোব খুটাখালী স্লুইচ গেট সংলগ্ন এলাকায় ২২ তম বর্ষীয় শ্নশানকালি পুজা।শতশত ভক্তেরসমাগমে পুজা প্রাঙ্গন ভরে উঠে।মঙ্গল বার সকাল গড়িয়ে রাত যত গভীর হয় তত জন-সমাগম বাড়তে থাকে।

প্রতিবছর একই দৃশ্য নজরে পড়ে।সারা বছর মানুষ সংসার জীবনে বিভিন্ন প্রাপ্তির জন্য কালি মায়ের কাছে মানদ করেযান।

মাও তাদের মনস্কামনা পুর্ণ করেন তাই ভক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবারে মায়ের সামনে ভক্তদের মনবাসনা পুর্ণ হওয়া পাঠাবলি হয়েছে।

পুজোর পরের দিন অথ্যাৎ ১০ এপ্রিল বুধবার রাতে কবিগানের আয়োজন করেছে পুজো উদযাপন আয়োজক কমিটি।শশ্যান কালিপূজোর সভাপতি সৌগত রায় সেতু, ও সাধারন সম্পাদক সনত সরকার বলেন নাট মন্দিরের কাজ শুরু করেছি তারা সকলের কাছে আর্থিক সহযোগীতার কামনা করেছেন।শশ্যান কালিপুজো কমিটির উপদেষ্ঠা ইউপি সদস্য নিতাই জোদ্দার বলেন এই সকলের সহযোগীতা পেলে শশ্যান কালি মন্দিরটি আরো শোভাবৃদ্ধি ঘটবে, তাই সকলের প্রতি নাটমন্দিরের কাজে আর্থিক সহযোগীতা কামনা করেন।

Don`t copy text!