সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কয়েকটি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের বাহেরচর ডাক্তার বাড়ি জামেমসজিদে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
উক্ত জামাতে বাহেরচর ও আশপাশ কয়েকটি গ্রামের তিন শতাদিক মুসল্লি সহ কুলিয়ারচর, বেলাব উপজেলা এবং বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা সহ পাঁচ শতাদিক মুসল্লি উক্ত জামাতে ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মুর্শিদ মিয়া।
তারা সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারী হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা সাপেক্ষে এবং নিজস্ব পঞ্জিকা অনুযায়ী এ ঈদ উদ্যাপন করে আসছেন।
সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফ সূত্র মতে, সুফি সাধক সৈয়্যদ মাওলানা মোখলেসুর রহমান জাঁহাগিরি (র.) ২০০ বছরের অধিক সময় আগে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা সাপেক্ষে এবং নিজস্ব পঞ্জিকা অনুয়ায়ী রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করার নিয়ম প্রবর্তন করেন। তাঁর সেই দেখানো পথে আজ অবধি এ নিয়ম মেনে আসছেন ভক্ত ও অনুসারীরা।