মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কলস মার্কা প্রতীক পেয়েছেন পার্বতীপুর উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহকারি অধ্যাপক (ইংরেজি) সুলতানা নাসরীন এম.এ মুন্সীগঞ্জে চলছে দুই উপজেলা নির্বাচনের ভোট প্রতিযোগিতা ফরিদপুরে আরসিসি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র দাকোপের বাজুয়ায় সাপ্তাহিক হাট-বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অচিন্ত মন্ডলএর (দোয়াত-কলম) প্রতিকের গণসংযোগ কুলিয়ারচরে বিনা প্রতিদ্বনদ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ‘আবুল হোসেন লিটন কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা  কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড পড়াশোনা এবং নির্মাণে উচ্চ ডিগ্রী নিতে যুক্তরাষ্ট্রে অ্যান্থনি পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

নেই কোনো র‍্যালী ও গুরুত্বপূর্ণ আলোচনা ফটো সেশনে সীমাবদ্ধ চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের বিশ্ব স্বাস্থ্য দিবস

চাঁদপুর প্রতিনিধি / ১১১ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ

চাঁদপুরে কোনো প্রকার র‍্যালী ও আলোচনা সভা না করেই ব্যানার নিয়ে দাঁড়িয়ে ফটোসেশনের মাধ্যমেই নামেমাত্র দায়সার মুক্ত বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচী পালন করেছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়। এমন কি চাঁদপুর প্রেসক্লাব কিংবা কোনো প্রকার গনমাধ্যমকে অবগত এবং দাওয়াত না দিয়েই এমন নামমাত্র কর্মসূচী পালন করা হয়। যেখানে বিশ্ব স্বাস্থ্য দিবসের ব্যানারে লেখা রয়েছে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা। সেখানে তেমন কোনো কর্মসূচীই পালন করা হয়নি।

জানাযায়, ৬ এপ্রিল শনিবার সারাদেশের ন্যায় চাঁদপুরেও বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচী পালন করবে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়। কিন্তু সেখানে তেমন কোনো গুরত্বপূর্ণ কর্সসূচীই পালন করতে দেখা যায়নি। এমনকি বিশ্ব স্বাস্থ্য দিবসের এমন গুরত্বপূর্ণ বিষয়ের জন্য চাঁদপুর প্রেসক্লাব, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কোনো গনমাধ্যমকেও সংবাদ সংগ্রহের জন্য খবর দেয়া হয়নি। ক,জন সংবাদ কর্মী নিজে থেকেই এমন গুরত্বপূর্ণ দিবসের সংবাদ সংগ্রহ করতে গেলে র‍্যালীর ভিডিও ফুটেজ নেয়ার জন্য সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে র‍্যালী নিয়ে হাটতে বললে তিনি এক সংবাদকর্মীর সাথে “ভিডিও করে কি করবেন” বলে অসাদাচরণ করেন।

যেখানে একটি দিবসের মূল ব্যানারে লেখা ছিলো বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা। সেখানে কোনো প্রকার পায়ে না হেটে, কোনো র‍্যালী বের না করে এবং কোনো প্রকার আলোচনা সভা না করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়েই কয়েকটি ছবি তুলে বুঝানো হয়েছে তিনি বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচী পালন করেছেন। এভাবেই চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় নামকাওয়াস্তে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করতে দেখা যায়।

পরবর্তীতে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন সেই বানানো ব্যানার নিয়ে চাঁদপুর সরকারি হাসপাতালের আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন।
কয়েকটি সূত্র থেকে জানা যাযায়, এছাড়াও স্বাস্থ্য বিভাগের যেকোনো সংবাদ সংক্রান্ত কোনো বক্তব্যের জন্য সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনের কাছে গেলে, তিনি সব সময়ই সংবাদকর্মীদের সাথে এই ধরনের রুক্ষ আচরণ করেন। তাই চাঁদপুরের এই বির্তকিত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে অতি দ্রুত চাঁদপুর থেকে অনত্র বদলী করার দাবি সচেতন মহলের।

উল্লেখ্য : স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে। এই স্লোগানকে ধারন করে ৬ এপ্রিল শনিবার দুপুরে চাঁদপুর সরকারি হাসপাতালের আয়োজনের ব্যানারে চাঁদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর সেই আলোচনা সভাটিই সিভিল সার্জন কার্যালয়ের নামে চালিয়ে নেন তিনি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!