ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে অগ্নি নির্বাপন বিষয়ে সচেতনতা ও ওজন, মূল্য নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক।
আজ (৩ এপ্রিল)২৪ইং তারিখ বুধবার বেলা সাড়ে ১২ টা থেকে শুরু হয় মনিটরিং ও সতর্কীকরণ কার্যক্রম।
এ সময় জেলা প্রশাসকের পক্ষ হতে সর্বস্তরের জনগনকে অগ্নি নির্বাপন সহ যেকোন দুর্ঘটনা বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার যৌথ অংশগ্রহনে অগ্নি নির্বাপণ ব্যবস্থাপনা সম্পর্কে মনিটরিং ও সতর্কীকরণ কার্যক্রমে জেলা শহরের চকবাজার এলাকা, থানার মোড় এলাকা ও বারী প্লাজা মার্কেট মনিটরিং ও সতর্কীকরণ করা হয়। এসময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুল রশিদ খান সহ জেলা আনসার ও ফায়ার সার্ভিসের ভিন্ন ভিন্ন দুটি টিম কার্যক্রমকে সহায়তা করে।
কার্যক্রম শেষে উল্লিখিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ০২ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এ বিষয়ে বলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদারের দিক নির্দেশনায় ফরিদপুর জেলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থাপনা সম্পর্কে মনিটরিং ও সতর্কীকরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে