ময়মনসিংহের নান্দাইলে বৈশাখী ঝড়ে ব্যাপক হয় ক্ষতির ঘটনা ঘটেছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কৃঞ্চচন্দ্রপুর গ্রামে ৩১ মার্চ রবিবার ভোর ছয়টার দিকে আকস্মিক ঝড়ে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।এই ঝড়ে ছয়টি পরিবারের ঘর-বাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পরিবার । এতে পানের বরজ সহ প্রায় ৬-৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানান । সরজমিনে খোঁজ নিয়ে দেখা গতকাল রবিবার সকাল ছয়টার দিকে কৃঞ্চচন্দ্রপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া আচমকা ঝড়ে একই গ্রামের কিতাব আলীর পুত্র শহিদ মিয়ার দুটি বসত ঘর , আব্দুর রহিমের ২টি করে ৪টি টিনের ঘর, আবেদ আলীর পুত্র কবির উদ্দিনের একটি বড় ঘর বসত ঘর, অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া মৃত সুলতান মিয়ার স্ত্রী আয়শা খাতুনের একটি ঘর , মোঃ আসলাম উদ্দিনের আধাপাকা ঘর , আব্দুল কাদিরের রান্না ঘর , আব্দুল মজিদ ও সুবুর আলীর পুত্র আব্দুল জসিমের ১টি করে মোট ১০টি ঘর এবং মৃত আ: মজিদের পুত্র আ: সালামের ১টি পানের বরজ সহ অসংখ্য গাছ-পালা ক্ষতি গ্রস্থ হয়েছে । উক্ত ঝড়ে নিজেদেরকে রক্ষা করতে গিয়ে ছয় পরিবারের বেশ কয়েকজন আহত হয়। ঝড়ে ঘরের চালা ও ঘরের বেড়া বিভিন্ন স্থানে এলোপাথারি ভাবে ধান জমি পড়ে রয়েছে ,গাছের আগায় আটকে রয়েছে।
ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তাদের ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতার জন্য জরুরী হস্তক্ষেপ কামনা করছে। এ বিষয়ে মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী ঘটনাস্থল পরিদর্শন সহ ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি খুবই দু:খ প্রকাশ করে বলেন, তাদেরকে পুনবার্সনের জন্য সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসানউল্লাহ মিলন জানান,খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহযোগিতা করা হবে।