বুধবার, ২২ মে ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুড়িগ্রামে উপজেলা নিবার্চনে ৩৫ শতাংশ ভোট পড়েছে, পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে” সাবেকুন নাহার শিখার “জয়, নতুন ভোটারের বিজয় কুড়িগ্রামে উপজেলা নিবার্চনে ৩৫ শতাংশ ভোট পড়েছে, পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো কুড়িগ্রামে জাল ভোট দিতে এসে ধরা খেলো রিকশাওয়ালা  চাঁদপুরের তিন উপজেলায় বেসকারী ভাবে চেয়ারম্যান হলেন জোকা-দিঘীরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আজিজ প্যানেল বিজয়ী সোনাইমুড়ীতে ৬ নির্বাচন কর্মকর্তা আটক, জাল ভোট দেওয়ার দায়ের ২জনের কারাদন্ড চাটখিলে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন, জুতা মিছিল নোয়াখালীতে তিন উপজেলায় আওয়ামী লীগ নেতারা বিজয়ী দাকোপের বাজুয়ায় সাপ্তাহিক হাট-বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের (ঘোড়া) প্রতিকের গণসংযোগ সীতাকুণ্ডে মাহিনুর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে শ্রমিক নিহত প্রতিক বরাদ্দের পর বিভিন্ন স্থানে আঃ লীগ নেতাদের মিছিল, বিএনপি থেকে সেই প্রার্থী কে শোকজ শাহরাস্তি উপজেলা নির্বাচনে ঘোড়া, চশমা ও প্রজাপতি বেসরকারিভাবে নির্বাচিত। কলস মার্কা প্রতীক পেয়েছেন পার্বতীপুর উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহকারি অধ্যাপক (ইংরেজি) সুলতানা নাসরীন এম.এ মুন্সীগঞ্জে চলছে দুই উপজেলা নির্বাচনের ভোট প্রতিযোগিতা
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

কালীগঞ্জে রাস্তায় মসজিদের বাউন্ডরি পিলার নির্মাণ বাঁধা দেয়ায় প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ

আলিফ আরিফা স্টাফ রিপোর্টার / ১১৭ সংবাদটি পড়েছেন
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়নের বড় দাহিন্দি গ্রামে রাস্তার উপর মসজিদের সীমানা প্রাচিরের পিলার নির্মাণকে কেন্দ্র করে মসজিদ কমিটির সভাপতি ও তার সাঙ্গ-পাঙ্গদের হামলায় নারী শিক্ষার্থীসহ ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত জুয়েল পারভেজ ওরফে সাইফুল (৫৮)সহ বাতেন মিয়া, হাবিবুর রহমান ও হামিদ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
জানাযায়- বড় দাহিন্দি গ্রামের বড় দাহিন্দি জামে মসজিদের দক্ষিণ পাশের্^র রাস্তা ঘেষে মসজিদ কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম সম্প্রতি শুক্রবার মসজিদের সীমানা প্রাচীর নির্মাণের পিলার স্থাপন করতে যায়। ওই সময় এলাকাবাসি রাস্তা ছেড়ে পিলার নির্মাণের অনুরোধ করলে সভাপতি নরুল ইসলাম তাতে রাজি হননি। ওই সময় স্থানীয় সাইফুল ইসলাম ও আব্দুল বাতেনসহ রাস্তা ব্যবহারকারি লোকজনকে নুরু হুমকী-ধামকী দিয়ে বল পূর্বক পিলার নির্মাণের অপচেষ্টা করে। রাস্তা ব্যবহারকারীরা নুরুল ইসলামের কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানালে নুরুল ইসলামের হুকুমে নাইম উল্লাহ, অহিদ উল্লাহ, শহিদ মিয়া, আশাফুল মিয়া, শাকিব মিয়া, দীন ইসলাম ও রিমন রাজ মিস্ত্রীদের ব্যবহৃত কাওয়াল, লোহার রড, সাবল, দা-ছেন ও চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় জুয়েল পারভেজ ওরফে সাইফুল ইসলাম, বাতেন মিয়া, হামিদ মিয়া, হাবিবুর রহমান, আল-আমিন, নবম শ্রেণির শিক্ষার্থী আসফি আক্তার, টঙ্গী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মীম আক্তার, কাঁচকুড়া বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থী আমরিন আহত হয়। আহতদের মধ্যে সাইফুল, বাতেন মিয়া, হামিদ মিয়া ও হাবিবুর রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন।
এলাকাবাসী জানান- ঘটনার দিন মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম আগ্রাসী হয়ে উঠেন। তিনি তার লোকজনকে লেলিয়ে দিয়ে রাস্তা ব্যবহারকারিদের উপর হামলা পরিচালনা করেন। আহতদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়। পরে সেখানথেকে আহত ৪ জনকে ঢামেকে রেফার্ড করা হয়।
এ ঘটনায় আহত সাইফুলের ছেলে রায়হান আহমদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় সোমবার লিখিত অভিযোগ দায়ের করেন। বাদী জানান- মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলামের সাথে দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ থাকায় মসজিদের সীমানা প্রাচির নির্মাণের পিলার রাস্তায় নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে। যাতে আমরা মসজিদ সংলগ্ন রাস্তাটি ব্যবহার করতে না পারি। তিনি আরো বলেন- এলাকার ২শতাধিক লোক এই রাস্তাটি ব্যবহার করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বাতেন মুঠো ফোনে এ প্রতিবেদককে বলেন- আমরা চেষ্টা করেছি পিলারটি রাস্তায় না করার জন্য। কিন্তু সভাপতি নুরুল ইসলামের প্রভাবের কারণে পেরে উঠছিনা।
অপরদিকে মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম মুঠোফোনে বলেন- রাস্তায় কোন পিলার নির্মাণ হয়নি। রাস্তার জায়গা রেখে বাউন্ডারি পিলার নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে আমি আহত হই। পরে আমার ভাই-ভাতিজা তাদের উপর চড়াও হয়।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!