শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ৭নং ওয়াডের আলমগীর মাল পবিত্র রমজান মাসে দিনে দুপুরে প্রকাশ্যে মদ পান করে উলংগ হয়ে মাতলামি এবং এলাকার মানুষকে অহেতুক গালমন্দ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত আলমগীর মাল জালা মালের ছেলে। মদ্যপানকারী আলমগীর মাল একজন ব্যবসায়ী।
ঘটনার বিবরনে জানা যায়,আলমগীর মাল এলাকার কিছু বখাটদের নিয়ে একত্রে মদ্পান করেন। মদের বোতল থেকে তাদের মদ ঢেলে দিচ্ছেন, আবার এলাকাবাসীর সম্মুখে আনন্দ উল্লাস করে মদ্যপান করছেন।
এ বিষয়ে মুসল্লী, রোজাদার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিবাদ করলে সে তাদেরকে হুমকি-ধমকি প্রদান করেন। অদৃশ্য চাপে আলমগীরকে গ্রেপ্তার করতে গিয়ে হয়রানিতে পড়তে হচ্ছে এলাকাবাসীর।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।