ইতিহাসের বিভীষিকাময় নৃশংস কাল রাতে নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে পবিত্র কুরআন তেলোয়াত, প্রামাণ্যচিত্র, মোমবাতি প্রজ্জলন, নিরবতা পালন, বাণী পাঠ, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বাংলাদেশ দূতাবাস৷
সোমবার (২৫ মার্চ) দূতালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূতাবাসের মিশন প্রধান (চার্জ দি অ্যাফেয়ার্স) মীযানুর রহমান।
দূতাবাসের কাউন্সিলর (শ্রম) লূৎফুন নাহার নাজিম ও দ্বিতীয় সচিব এস এম মাযাহারুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সিনিয়র যুগ্ন সম্পাদক মইন উদ্দিন মইন, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী যুবলীগ আবুধাবির সভাপতি জাকির হোসেন জসীম ও সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার।
দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব (ভিসা ও পাসপোর্ট) কাউন্সিলর (শ্রম ) লুৎফুন নাহার নাজিম।
বক্তারা ২৫ শে মার্চ কাল রাত্রিতে বাংলাদেশী সকল সাংবাদিক, কবি, লেখক, এবং অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদের হত্যা করেছেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত এবং শেষে এ দিনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির কল্যান কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন- শ্রম কল্যান মন্ত্রণালয়ের আইন সহকারী রেজাউল আলম।