খুলনার দাকোপ ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ পালন উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫মার্চ) বেলা ১১ টারদিকে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, ওসি তদন্ত মোঃ শাহিনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম,অধ্যক্ষ অসিম কুমার থান্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমান্ত পোদ্দার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মহিত রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল অহেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কাউন্সিলর শুভাংকর রায়সহ বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা।