আলমগীর মাঝির নৌকাটির উপরে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর এসময় ১০ হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ মার্চ ) সকাল ০১:৩০ মিনিটের সময় রায়পুর উপজেলার ৮নং চর লক্ষী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আখন বাজারের
আলমগীর মাঝির নিজ বসতঘরের সাথে ডাকাতিয়া নদীতে ডিঙ্গি
নৌকাটির উপরে হামলার এ ঘটনা ঘটায়। এটি ডাকাতি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।
এদিকে চিৎকার শুনে আশপাশের লোকজন
জসিম, খোকন, পিরোজ, রপিক শিপন,
ঘটনার স্থলে এসে দেখতে পান ৮-১০ জন ভাড়াটিয়া লোকজন এনে ডেঙ্গি নৌকার টির উপর হামলা করেছে টিটু চৌধুরী
ইউপি চেয়ারম্যান মিন্টু ফরাজী জানান: আলমগীর মাঝির ৪০, হাজার টাকা নৌকা দফায় দফায় করেন টিটু চৌধুরী এই বিষয় নিয়ে টিটু শশুর নূরনবী চেয়ারম্যানের সাথে আমি আলোচনা করেছি রমজানের পরে বসে সমাধান করে দেব।
অভিযোগ অস্বীকার করেন টিটু চৌধুরী পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য এসব ছড়িয়েছে।
হাজী মারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক
আজাদ জানান, অভিযোগ পেয়েছি আমি ঘটনাস্থলে গিয়েছিলাম ড্রেজারে বালু তোলা সংক্রান্ত বিরোধের জের ধরে নৌকাটির উপরে হামলা ঘটনা ঘটেছে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।