ঢাকাবৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ সাইদুল ইসলাম

প্রতিবেদক
majedur
মার্চ ২১, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

শুভ জন্মদিন রাজপথ কাপানো তুখোর ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ সাবেক উপ দপ্তর সম্পাদক ,ঢাকা জেলা ছাত্রলীগ সাবেক সদস্য , সাভার পৌর ছাত্রলী সাবেক যুগ্ন আহবায়ক,ইঞ্জিঃ সাইদুল ইসলাম, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের অভিভাবক সাহসী ছাত্রনেতা শত শত মুজিব সৈনিক গড়ার কারিগর প্রিয় নেতা, ঢাজা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি ছাত্রলীগের দাবী আদায়সহ যেকোনো মুহূর্তে বিপদে-আপদে ছুটে চলা এক অকুতোভয় মুজিব সেনার নাম ইঞ্জিঃ সাইদুল ইসলাম ভাই।

কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছু আলোকিত করতে।তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে।

পস্কিলতা যাদের কখনও  স্পর্শ করে না। মনে হয়না কখনো কলুষিত। নিস্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারণ মানুষ সাভার উপজেলার  ভাকুর্তা ইউনিয়নের ইঞ্জিঃ সাইদুল ইসলাম ভাইয়ের।

আজ ২১ মার্চ সুপ্রিয় ইঞ্জিঃ সাইদুল ইসলাম   ভাইয়ের শুভ জন্মদিন। তিনি সাভার উপজেলার এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশ ছাত্রলীগ, ঢাজা জেলা উত্তর তাকে অন্যতম একজন ছাত্রলীগ নেতা হিসেবেই মনে করেন।

শুধু ছাত্রলীগের নেতাকর্মী নয়, ব্যক্তিগত জীবনে তিনি সবার সুখে- দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করেন সকলে।
গতকাল ২০ মার্চ প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় আসছেন সকলের প্রিয় ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ সাইদুল ইসলাম জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ বন্ধু,বান্ধবী, ছোট ভাই,বোন,কর্মী- সমর্থক আর শুভাকাক্সক্ষীদের দখলে। এ যেনো ঈদের মিলন মেলা, আসলেই তো ঈদ।

কারণ বন্ধু- বান্ধবী, ছোট ভাই – বোন, কর্মী – সমর্থকদের  কাছে মানেই বিশেষ কিছু, যা আসে প্রতি বছরে মাত্র একবার। এইদিনে আনন্দ উল্লাস না করলে কি হয়? চলুন দেখে নেয়া যাক ইঞ্জিঃ সাইদুল ইসলাম এর শুভ জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কি হচ্ছেঃ

সাভার উপজেলা ছাত্রলীগ সদস্য সিয়াম আহমেদ বলেন, শুভ জন্মদিন প্রিয় ভাই ও রাজপথের সহযোদ্ধা মুজিব আদর্শ বুকে ধারন করে এগিয়ে যাও বহুদূর তোমার নেতৃত্বে এগিয়ে যাবে আগামীর ঢাজা জেলা উত্তর ছাত্রলীগ ইনশাআল্লাহ। দোয়া ও ভালোবাসা অবিরাম প্রিয় ভাই

সাভার পৌর ছাত্রলীগের নেতা রবিউল ইসলাম  নামের এক  ছাত্রলীগ কর্মী বলেন , শুভ জন্মদিন প্রিয় নেতা, প্রিয় ভাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয়।ভাই হিসেবে তোমার কোনো বিকল্প নেই।অনেক সেহ্ন আদর শাসন ভালোবাসা পেয়েছি!তোমার কথা লিখলে কখনো শেষ হবে না ভাই।দোয়া করি তোমার জীবনের প্রতিটা মুহুর্ত আলোময় ও সুন্দর হোক।একটু আগে থাকতেই শুভেচ্ছা জানিয়ে দিলাম।Happy Birthday Dear Saidul Sayed Bahi…( ঢাজা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি )তোমার কথা লিখলে কখনো শেষ হবে না ভাই!!

এছাড়া আরও সহস্র নেতাকর্মী তাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

Don`t copy text!