রমজান মাসে পান খাওয়াকে কেন্দ্র করে বেদম মারধরের শিকার হয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি এক হিন্দু নারী।
হাজীগঞ্জে ৭নং বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের প্রতিমা রানী বাড়ির পাশে পাতা কুড়ানোর সময় নুরুল আমিন বাড়িতে ডেকে নিয়ে পান খেতে দেয়, তবে বিপরীতে রমজান মাসে কেন সে পান খাচ্ছে প্রশ্ন তুলে মারধর শুরু করে প্রতিমা রানীকে। এমনই অভিযোগ এলাকাবাসীর।
বাঁশের লাঠি দিয়ে বেদম মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে গলায় পাড়া দিয়ে ধরে রাখেন নূরুল আমিনের।
ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে মুমুর্ষু অবস্থায় প্রতিমা রানীকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রতিমা রানীর শারীরিক অবস্থার অবনিত গটে । পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে।
বর্তমানে প্রতিমা রানী চাঁদপুর সদর হাসপাতালে চিাকিৎসাধীন আছে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে
এদিকে এ ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় সচেতন মুসলিমরা।
ফারুক, হাসিব, ইকবালসহ অন্যরা বলেন, রমজান মাস মুসলিমদের জন্য হিন্দুদের জন্য নয়। কাজেই এ মাসে হিন্দু নারী প্রতিমা রানী পান খাচ্ছে এমন অভিযোগ আনা নুরুল আমিনের ধর্মান্ধতা ও বর্বরতার সামিল। ইসলাম কখনোই বর্বরতা পশ্রয় দেয় না বরং শান্তির বার্তা দেয়। অবিলম্বে নুরুল আমিন ও এই কুলাঙ্গারকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিয়ে সমাজে শান্তি ও ইসলাম সম্পর্কে সবার বিভ্রান্তি এড়াতে প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন এলাকা বাসি।