ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাভারে সাংবাদিক পুত্র হত্যাচেষ্টার মামলায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য কারাগারে

প্রতিবেদক
majedur
মার্চ ১৯, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান ভান্ডারীর পুত্র স্কুল শিক্ষার্থী জিসান প্রামাণিক এবং সিয়াম রাজাকে হত্যাচেষ্টার মামলায় কিশোর গ্যাং “ভাই-ব্রাদার”গ্রুপের ৪ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) বিকেলে আসামিদের ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার পর আদালত তাদের জেলহাজতে পাঠান।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার মামলার নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আদালতের সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এসএম শাহরিয়ার।

তিনি বলেন, সাভার মডেল থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত আসামিদের ৪ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক দুই জনকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে দুই দিনের রিমান্ড চেয়ে সোপর্দ করা হলে কিশোর গ্যাং “ভাই-ব্রাদার”গ্রুপের প্রধান মো: লতিফ ওরফে লেট লতিফ (২১) সহ গ্রুপের সক্রিয় ৪ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়াও বয়স বিবেচনায় তাদেরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন আদালত।

বাকি আসামিরা হলেন, শাহীবাগ চৌরাস্তা এলাকার মো: ইয়াছিন খানের ছেলে আনোয়ার হোসেন ওরফে সোহান খান(১৬), চাপাইন-সিআরপি এলাকার মো: মাসুদ প্রধানের ছেলে মো: ছাদিক হাসান মুনতাসির (১৫), শাহীবাগ এলাকার মো: আব্দুল্লাহ’র ছেলে সিরাজুল ইসলাম (১৯)।

পুলিশ জানায়, রবিবার (১৭ মার্চ) সন্ধা সাড়ে ৭ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী জিসান প্রামাণিক ও তার বন্ধু কলমা ওয়াজ আলী মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সিয়াম রাজার ওপর পরিকল্পিত হামলা করে তাদের হত্যা চেষ্টা চালায় কিশোর গ্যাং “ভাই-ব্রাদার”গ্রুপের সদস্যরা।

হামলার শিকার ভুক্তভোগী দুই শিক্ষার্থী মুমূর্ষ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় স্কুল শিক্ষার্থী জিসান প্রামাণিকের বাবা সাংবাদিক মতিউর রহমান ভান্ডারী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ সময় অভিযান চালিয়ে জড়িত কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ।

বাদী পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লিগ্যাল সলিউশন চেম্বারের (এলএসসি) চেয়ারম্যান এডভোকেট আল মামুন রাসেল বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুই জনের দুই দিনের রিমান্ড চেয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। অপরদিকে আসামী পক্ষ জামিন আবেদন করেন, আমরা আসামিদের জামিনের বিরোধিতা করি। দুই পক্ষের শুনানি শেষে জামিন অযোগ্য অপরাধ হওয়ায় আদালত তাদের সবাইকে জেলহাজতে পাঠিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

Don`t copy text!