রাজারহাটে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১৮ই মার্চ সকাল ১০.০০ ঘটিকায় রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বজনীন পেনশন কর্মসূচির ৪টি স্কিম যথাক্রমে প্রবাস , প্রগতি , সুরক্ষা ও সমতা স্কিম নিয়ে আলোচনা করা হয়। এতে উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী ও সাধারণ মানুষদের এ-সব স্কিমের আওতায় নিয়ে আসা ও এর ইতিবাচক দিক তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। উপজেলা সহকারী কমিশনার ভূমি এবিএম আরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সমাজসেবা কর্মকর্তা সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত পেনশন স্কিম বাস্তবায়নে কাজ করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।