সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ট্র্যাব সম্মাননা পেলেন অপর্ণা রানী রাজবংশী ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক সিরাজদিখানে বিক্রমপুর নামকরণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আমিরাতে বোয়ালখালী চরণদ্বীপ পাঠানপাড়া প্রবাসীদের জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ । ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

সীতাকুণ্ড উপজেলা পরিষদের অভ্যন্তরে চুরির ঘটনায় জনমনে ব্যাপক সমালোচনা

আবদুল মামুন,সীতাকুণ্ড / ১৭৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৩:২২ অপরাহ্ণ

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিআরডিবি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত উপজেলা পরিষদের অভ্যন্তরে স্টাফ কোয়ার্টারে থাকেন স্বামী ও দুই ছেলে নিয়ে বিআরডিবি কার্যালয়ের প্রধান অফিস সহকারী স্বপ্না রানী দাস। অল্প বেতনে টেনেটুনে কষ্টের সংসার তার। ২০ বছর আগে বিয়ের সময় শ্বাশুড়ির দেওয়া স্বর্ণালঙ্কার স্বযত্নে রেখে দিয়েছিলেন তিনি। শত কষ্টের মধ্যেও বিক্রি বা হাতছাড়া করেননি। বরং এর মাঝে তিলে তিলে স্বর্ণ আরো বাড়িয়ে দশ ভরিতে বৃদ্ধি করেছেন। এ স্বর্ণ স্বর্ণ নয়! এ তার স্বপ্ন, স্বপ্ন তার দুই পুত্র কে নিয়ে। শ্বাশুড়ি যেভাবে তাকে দিয়েছিলেন বিয়ের সময় তেমনি তিনিও তার দুই ছেলের বউকে এসব স্বর্ণ দিয়ে বরণ করে নিবেন, সে স্বপ্ন ছিল তার। কিন্তু দিনে দুপুরে দুর্ধর্ষ চোরের থাবায় মুহূর্তে ধুলিরসাৎ হয়ে যায় স্বপ্না রানীর স্বপ্ন। সীতাকুণ্ড মডেল থানায় দায়েরকৃত ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ১২ মার্চ সকাল ১০টার দিকে স্বপ্না রানীর বাসার দরজার তালা ভেঙে থাবা দেয় চোরের দল। এসময় চোরের দল আলমিরাতে রক্ষিত দশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ বিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার মুর্ছা যাচ্ছিলেন স্বপ্না রানী। তিনি বলেন, এই স্বর্ণ আমার স্বপ্ন, সারা জীবনের কষ্টে অর্জিত তিলে তিলে গড়া সঞ্চয়। আমার ছেলেদের ভবিষ্যৎ চোরের দল মুহূর্তেই আমাকে সর্বশান্ত করে দিল। আমার বাসার একদিকে ইউএনও অফিস অন্যদিকে এসিল্যান্ডের বাসভবন। এছাড়া পুরো উপজেলা পরিষদ জুড়ে রয়েছে ৩২টি সি সি টিভি ক্যামেরা। এরপরও এখানে চুরির ঘটনা ঘটেছে। এর আগেও এই ভবনের নিচতলার সিঁড়ি রুম থেকে দিনে দুপুরে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। আমার পশ্চিম পাশের ভবনের বাসিন্দা সমাজসেবা অধিদপ্তরের কর্মচারী মমতাজ বেগমের বাসায় গত ছয় মাস আগে তাও দিনে দুপুরে চুরির ঘটনা ঘটে। সেদিনও মমতাজ বেগমের বাসা থেকে স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল। এদিকে গত কয়েকমাস যাবত সীতাকুণ্ডে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। এর আগে গত ১১ জানুয়ারী উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনহাট সাইনবোর্ড এলাকায় এক রাতে সাইফুল, মনোয়ারা ও নুরুল ইসলামের ৫ লক্ষ টাকা মূল্যের ৪টি গরু চুরি হয়েছে। এরপর গত ৩ ফেব্রুয়ারী শনিবার সীতাকুণ্ড মডেল থানা থেকে আধা কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে শেখপাড়াস্থ ইট ব্যবসায়ী আবুল হাশেমের বাড়ীতে ঢুকে পরিবারের সদস্যদেরকে ব্যাপক মারধর করে দেড় ভরি স্বর্ণ, ইট ব্যবসার নগদ ৭০ হাজার টাকা ও তিনটি দামী মোবাইল সেট নিয়ে যায় ডাকাতদল। গত ২ ফেব্রুয়ারী শুক্রবার উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পূর্ব সৈয়দপুর গ্রামের আশু টেন্ডলের বাড়ীর আব্দুল মান্নানের ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের নারী-পুরুষ সবাইকে জীম্মি করে চালায় ব্যাপক লোটপাট। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ ৫/৬ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল। গত ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের বড়দারোগারহাট এলাকার উত্তর ফেদাইনগর গ্রামের একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও গত ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার পৌরসদরস্থ শেখপাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন দৈনিক আজাদীর অনলাইন প্রতিনিধি শেখ সালাউদ্দিনের বাসা সহ আরও চার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। শেখ সালাউদ্দিনের বাসা থেকে লুট হওয়া ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ টাকা এখনও উদ্ধার হয়নি। এবার খোদ উপজেলা প্রশাসনের নাকের ডগায় স্বর্ণ ও টাকা চুরির এ ঘটনা রীতিমত তুলকালাম সৃষ্টি করেছে। বাসিন্দারা জানান, খোদ উপজেলার অভ্যন্তরে এইভাবে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটলে সাধারণদের অবস্থা কি হবে? অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব চন্দ্র পোদ্দার জানান, আমরা উপজেলা পরিষদের ভেতরে বসানো সি সি টিভি ক্যামেরার ভিডিওফুটেজ গুলো সংগ্রহ করেছি। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের ভেতরে ইতিপূর্বে চুরির ঘটনাগুলো আমি আসার আগেই ঘটেছে। গত মঙ্গলবার স্বপ্না রানীর বাসায় চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি অতি দ্রুত চোরদের শনাক্ত করা যাবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!